মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে ১০০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্যবিষয়ক সংস্থা এফএনওএমসিইও এ তথ্য জানিয়েছে। জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকে ইতালিতে ১০০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এছাড়া ইতালিতে ৩০ জনের অধিক নার্সেরও মৃত্যু হয়েছে।
পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারর্সের তথ্যমতে, শনিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইতালিতে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছে ১৮ হাজার ৮৪৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু হয়েছে ৫৭০ জনের। এছাড়া করোনায় আক্রান্ত ১ লাখ ৪৭ হাজার ৫৭৭ জন। অন্যদিকে, বিশ্বব্যাপী করোনায় প্রাণহানি লাখ ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ১৭ লাখ মানুষ।
বিডি-প্রতিদিন/শফিক