মুন্সীগঞ্জে ৭ জন করোনাভাইরাসের রোগী সনাক্ত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে মুঠোফোনে আইইডিসিআর থেকে মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন বনিক। বিষয়টি রাতেই মুন্সীগঞ্জ, গজারিয়া, সিরাজদিখান, শ্রীনগর এবং টঙ্গীবাড়ি উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের অবগত করা হয়েছে।
আক্রান্তদের মধ্যে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রয়েছেন।
ডা. সুমন বনিক জানান, পজেটিভ পাওয়া সকলের সাথেই আইইডিসিআর এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাগণ কথা বলেছেন। সাত জনের শারীরিক অবস্থা এখনও গুরুতর নয়।
আজ শনিবার সকাল ডা. সুমন বনিক জানান, আজ সকালেই ওই সমস্ত আক্রান্ত লোকদের বাড়ি লকডাউন করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা