কভিড-১৯ করোনাভাইরাসের কারণে প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় মার্কিন বিমান নির্মাতা কোম্পানি বোয়িংয়ের কারখানাগুলো সাময়িকভাবে বন্ধ ছিল। এবার তা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে বোয়িং।
আগামী সোমবার থেকে কিছু পিজেট সাউন্ড এলাকায় তাদের কার্যক্রম পুনরায় শুরু করা হবে। এক বিবৃতিতে বোয়িং জানিয়েছে, তারা প্রতিরক্ষা কর্মসূচির ওপর বেশি গুরুত্ব দেবে। প্রয়োজনীয় ল্যাব ও সাপোর্ট টিম গ্রাহকদের জরুরি প্রয়োজনে কাজ শুরু করতে যাচ্ছে।
সংশ্লিষ্ট এলাকায় কাজে ফিরছেন বোয়িংয়ের ২, ৫০০ কর্মী। তাদের সবাইকে মুখ ঢেকে কাজ করতে হবে। পিজেট সাউন্ড এলাকায় মোট ৭০ হাজার কর্মী রয়েছেন যাদের মধ্যে ১০০ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা