নীলফামারীতে আরও দুইজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা পৌঁছালো ছয় জনে। মঙ্গলবার (১৪ এপ্রিল) শনাক্ত হওয়া একজনের বাড়ি জেলা সদরের টুপামারী ইউনিয়নের দলুয়া দোগাছি ঠাকুরপাড়া গ্রামে। অপরজনেড় বাড়ি জেলার ডিমলা উপজেলা বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দরখাতা গ্রামে।
আক্রান্তের মধ্যে একজন ১৫ বছর বয়সী কিশোর কুমিল্লার ইটভাটার শ্রমিক। সে ৯ এপ্রিল বাড়িতে এসে জ্বর-সর্দি কাশিতে আক্রান্ত হয়ে ১১ এপ্রিল চিকিৎসার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি হয়। এদিন তাকে হাসপাতালের আইসোলেশনে নিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় কর্তৃপক্ষ।
অপরদিকে, ডিমলা উপজেলায় আক্রান্ত যুবক লেখাপড়ার জন্য ঢাকায় অবস্থান করে। সেখান থেকে মার্চ মাসের শেষের দিকে বাড়িতে এসে জ্বর-সর্দি কাশিতে আক্রান্ত হয়। গত ১১ এপ্রিল উপজেলা স্বাস্থ্য বিভাগ তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করে রংপুরে প্রেরণ করে।
জেলা স্বাস্থ্য বিভায়, এর আগে ৭ এপ্রিল কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, ৯ এপ্রিল সৈয়দপুরে একজন যুবক এবং ১১ এপ্রিল ডিমলা উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থী, ১৩ এপ্রিল জলঢাকা উপজেলায় এক কলেজ ছাত্রের করোনা শনাক্ত হয়। তারা সকলে ঢাকা, নারায়নগঞ্জ ও গাজীপুর থেকে এখানে এসেছেন।
সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বলেন, নূতন করে আক্রান্ত দুইজনের মধ্যে ইতিমধ্যে জেলা সদরের একজনকে নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ডিমলায় আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে নেওয়ার কাজ চলছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ