বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়ন বন্ধ করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি এ ঘোষণা দিয়েছেন। প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে ৪০০ থেকে ৫০০ মিলিয়ন ডলার দিয়ে থাকে যুক্তরাষ্ট্র।
কভিড-১৯ করোনাভাইরাস নিয়ে নিজ প্রশাসনের সতর্কবার্তা ট্রাম্প শোনেননি এবং এ বিষয়ে গুরুত্ব দেননি বলে অভিযোগ উঠেছে। কিন্তু ট্রাম্প সমস্ত দায়ভার চাপাতে চান বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাঁধে। তার দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা গুরুত্ব দিয়ে ভাইরাসের উৎসস্থল চীনে প্রতিনিধি পাঠালে এ দুর্যোগ খুব কম সময়েই মোকাবেলা করার সম্ভব হতো। এ ভাইরাস নিয়ে চীন সঠিক তথ্য দেয়নি বলেও অভিযোগ করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চীন দেয় মাত্র ৪০ মিলিয়ন ডলার।
এর আগেও চীন নিয়ে ট্রাম্প ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের বাদানুবাদ ঘটেছিল। করোনাভাইরাস নিয়ে চীনের প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা পক্ষপাতিত্ব করেছিলেন বলে অভিযোগের আঙুল তুলেছিলেন ট্রাম্প। জবাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক করোনা নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছিলেন।
প্রসঙ্গত, করোনা নিয়ে টালমাটাল হয়ে পড়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র করোনায় সংক্রমণ ও মৃত্যুর হার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি।
বিডি প্রতিদিন/ফারজানা