বিশ্বব্যাপী মহামারি রূপ নিয়েছে করোনাভাইরাস। প্রতি মুহূর্তেই বাড়ছে এই আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত গোটা বিশ্বে প্রায় ২০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ২৬ হাজারের বেশি।
এদিকে, সমাজতান্ত্রিক দেশ কিউবা দ্বিতীয় দফায় ইতালিতে চিকিৎসকদল পাঠিয়েছে। মঙ্গলবার নতুন এই দলটি ইতালির তুরিনে পৌঁছেছে। করোনাভাইরাস সংক্রমণে বিপন্ন ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে চিকিৎসকদের নতুন দলটি সেখানে পাঠানো হলো।
এ ব্যাপারে ইতালির পররাষ্ট্র মন্ত্রী লুইগি ডি মাইয়ো কিউবার চিকিৎসকদের নতুন এ দলটিকে স্বাগত জানিয়ে টুইট বার্তায় লেখেন, ‘আনন্দের খবর। অক্লান্ত পরিশ্রম করে যাওয়া আমাদের ডাক্তার ও নার্সদের জরুরি অবস্থায় সহায়তা দিতে বিশেষায়িত একটি দল আজ কিউবা থেকে এলো। যতদিন দরকার ততদিন তারা এখানে থাকবেন।’
করোনাভাইরাসে বিধ্বস্ত ইতালির দিকে মানবিক হাত বাড়িয়ে দেওয়ার জন্য কিউবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন লুইগি ডি মাইয়ো।
শুধু ইতালি নয়, ভেনেজুয়েলা, নিকারাগুয়ে, সুরিনেম, জ্যামাইকা ও গ্রেনাডাসহ বেশকিছু দেশ করোনাভাইরাস মহামারি মোকাবিলায় কিউবার স্বাস্থ্য সেবা চেয়ে আমন্ত্রণ জানিয়েছে।
এর আগে, ২২ মার্চ কিউবা থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর প্রথম দল ইতালিতে পৌঁছে।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ ওয়াসিফ