করোনা আক্রান্ত সন্দেহে ব্রাহ্মণবাড়িয়া থেকে এ পর্যন্ত ১৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১০০ জনের ফলাফলে ৯ জনের করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে ছয়জন ব্রাহ্মণবাড়িয়ার বক্ষব্যাধি হাসপাতালে আইসোলেশনে আছেন। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় ও সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার পাওয়া ফলাফলে ব্রাহ্মণবাড়িয়ায় আরও দুইজন করোনা আক্রান্ত হয়েছেন। তাঁরা হচ্ছেন জেলার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নারী চিকিৎসক ও নাসিরনগরে মারা যাওয়া প্রবাসীর স্ত্রী। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১ জন। মারা গেছেন তিন জন।
বিজয়নগরের ওই চিকিৎসক বর্তমানে ময়মনসিংহে এক আত্মীয়ের বাড়িতে আছেন। নমুনা সংগ্রহ করার পর তিনি সেখানে চলে যান। ওই চিকিৎসক আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের শ্বশুর বাড়ি থেকে বিজয়নগর গিয়ে দায়িত্ব পালন করতেন। আখাউড়া থাকাকালীন অনেকেই তাঁর কাছ থেকে চিকিৎসা নিয়েছেন। বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রাতিষ্ঠানিক সরকারি হোম কোয়ারেন্টাইন সেন্টার। সেখানেও তিনি দায়িত্ব পালন করেছেন।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা জানান, ওই নারী কাউকে চিকিৎসা দিয়েছেন কি-না, কোন গাড়ি ব্যবহার করে ময়মনসিংহ গেলেন সেসব বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। আপাতত ওই নারী যেখানে থাকতেন (দেবগ্রাম দক্ষিণ-পূর্বপাড়া) লকডাউন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ জানান, ওই নারী চিকিৎসক কিভাবে আক্রান্ত হলেন সেটি বলা যাচ্ছে না। রিপোর্ট পাওয়ার পর তাঁকে আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ