চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরার ওপর জোর দেওয়া হচ্ছে। কারণ হাঁচি-কাশির মাধ্যমে ছাড়ানো এই ভাইরাস রোধে মাস্কের বিকল্প নেই। বাংলাদেশেও মাস্ক পরা নিয়ে কঠোর নির্দেশনা রয়েছে। এবার সিঙ্গাপুর মাস্ক পরা বাধ্যতামূলক করেছে।
দেশটিতে করোনার প্রকোপ বাড়তে থাকায় লোকজনকে অবশ্যই মাস্ক পরতে হবে বলে নির্দেশনা দেয়া হয়েছে।
সিঙ্গাপুরে গত দু'দিনে আক্রান্তের সংখ্যা আগের তুলনায় বেড়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, বাড়ির বাইরে বের হলে প্রত্যেককে অবশ্যই মাস্ক পরতে হবে। মাস্ক ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবেন না।
যদি কাউকে মাস্ক ছাড়া বাইরে বের হতে দেখা যায় তবে তাকে ৩শ সিঙ্গাপুরি ডলার জরিমানা করা হবে। কেউ একই অপরাধ বার বার করলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে এবং আরও বেশি জরিমানা গুনতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
তবে দুই বছরের কম বয়সী শিশু বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তাদের ক্ষেত্রে কোনো ধরনের জরিমানা করা হবে না।
সিঙ্গাপুরে নতুন করে সোমবার ৩৮৬ জন এবং মঙ্গলবার ৩৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৩ হাজার ৩৫২ জন করোনায় আক্রান্ত হয়েছে।
দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে ১০ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৬১১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছে। তবে ২৯ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
অপরদিকে, মঙ্গলবার নতুন করে আরও ১৭১ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত দেশটিতে মোট ১০৪৯ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম