কভিড-১৯ করোনাভাইরাস মোকাবিলায় মসজিদে নামাজ আদায়ে সীমাবদ্ধতা আরোপ করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ পাকিস্তান। গতকাল মঙ্গলবার জামায়াতে নামাজ পড়ায় এ বিধিনিষেধ বাতিলের আহ্বান জানিয়েছেন দেশটির অন্তত ৫০ জন আলেম। পাকিস্তানের বেফাকুল মাদারিস আল-আরাবিয়া সংগঠনের শীর্ষ পর্যায়ের আলেমরা ইমরান খান সরকারের প্রতি এ আহ্বান জানান।
তাদের বক্তব্য, অসুস্থ ও বয়স্ক মানুষ মসজিদে আসবে না। কিন্তু জামায়াতে নামাজ পড়ার ব্যাপারে সরকার নির্ধারিত ৩ অথবা ৫ জনের সীমাবদ্ধতা বাস্তবসম্মত নয়।
সংগঠনের শীর্ষ পর্যায়ের ৫৩ জন আলেম দেশটির রাজধানী ইসলামাবাদের জামিয়া দারুল উলুম জাকারিয়ায় মঙ্গলবার এ বিষয়ে বৈঠকে করেন। এ বৈঠকে শীর্ষ পর্যায়ের আলেমদের পাশাপাশি বিভিন্ন মাদরাসার শিক্ষক, নিষিদ্ধ ধর্মীয় সংগঠনের নেতা এবং রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পাকিস্তান সরকার করোনাভাইরাস মোকাবিলার অংশ হিসেবে পবিত্র রমজান মাসেও মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে সীমাবদ্ধতা বহাল রাখার পরিকল্পনা করছেন বলে জানা গেছে। এরপরই পাকিস্তানের আলেমদের পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেয়া হয়।
প্রসঙ্গত, করোনাভাইরাসে পাকিস্তানে ৫ হাজার ৯৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১০৭ জন।
বিডি প্রতিদিন/ফারজানা