কভিড-১৯ করোনামুক্ত হয়েছেন এভারেস্ট বিজয়ী বাংলাদেশি পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। আজ বুধবার নিজের ফেসবুক ওয়ালে তিনি জানান, এক পরীক্ষার ফলাফল অনুযায়ী জানতে পারেন যে, তার শরীর থেকে আপাতত করোনাভাইরাসের বিদায় ঘটেছে। ডাক্তাররা তাকে জানিয়েছেন, গত তিন দিন ধরে তিনি ভাইরাস মুক্ত।
যদিও এখনো রক্ত এবং বুকের ইনফেকশন টেস্ট করানোর অপেক্ষায় আছেন ওয়াসফিয়া। কারণ কিছু কিছু ক্ষেত্রে অল্প দিনে এই ভাইরাস ফেরত আসতে দেখা যায়।
কিন্তু এই মুহূর্তে ওয়াসফিয়া ভাইরাস মুক্ত, আর নিউমোনিয়া সংশ্লিষ্ট রোগ থেকে পুরোপুরি সুস্থ হওয়াটা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে, এক্স-রে রেজাল্ট আসার পর সুস্থতার বিষয়ে নিশ্চিত হবেন তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা