প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরইমধ্যে করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। প্রাণ হারিয়েছেন ১ লাখ ২৬ হাজারের বেশি।
এদিকে করোনা চিকিৎসায় চীনা ভেষজ ওষুধ কার্যকর বলে দাবি করছে দেশটির কর্তৃপক্ষ। ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন (টিসিএম) এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানায় চীন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে টিসিএসের এক কর্মকর্তা এ কথা জানান।
বিশেষত করোনা চিকিৎসায় তিনটি চীনা ভেষজ ওষুধের ভূমিকা করোনায় নিয়ন্ত্রণে কার্যকরভাবে প্রমাণিত হয়েছে বলে জানান টিসিএমের ওই কর্মকর্তা। তিনটি ওষুধের মধ্যে দুইটির নাম হলো জিনহুয়া কুইনগ্যান এবং লিনহুয়া শিংগুয়েন যা করোনা চিকিৎসায় ব্যবহৃত হয়েছে। টিসিএমের প্রেসক্রিপশনের তিনটি ওষুধের মধ্যে বহুল প্রচলিত একটি ফুসফুস পরিষ্কারকরণ ও ডিটক্সিফাইং ডিকোকশনের জন্য ব্যবহৃত হয়।
টিসিএমের গ্রুপটি চীনা একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং এবং চাইনিজ একাডেমি অফ সায়েন্সে, টিসিএম মাস্টার্স এবং ফার্মাসিউটিক্যাল বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ