বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্ব। এই ভাইরাস ইতোমধ্যে ২১০ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দিন যাচ্ছে পরিস্থিতি যেন আরও খারাপের দিকে যাচ্ছে। এরই মধ্যে টেস্ট করাতে যেয়ে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলোকে। এবার ২৪ ঘণ্টায় নির্ভুলভাবে ১০ লাখ টেস্ট করার কিট নিয়ে আসছে বিলিয়ন টু ওয়ান কোম্পানি।
আগামী দু সপ্তাহের মধ্যেই এই টেস্টিং প্রক্রিয়া শুরু হবে। বিলিয়ন টু ওয়ানের সিইও জানান, করোনা আমাদের প্রাত্যাহিক জীবনে কি ধরণের প্রভাব ফেলেছে আমরা তা দেখছি। প্রাণহানি থেকে শুরু করে অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে এই করোনা। মহামারীটি লড়াই এর ক্ষেত্রে প্রথম সারিতে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা নিশ্চিত যে নতুন এই কীট জীবন রক্ষা করতে ভূমিকা রাখবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের দেওয়া তথ্য অনুযায়ী করোনা এড়াতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে মেডিক্যাল টেস্ট বাড়ানো উচিত বলেও তিনি মনে করেন। বিলিয়ন টু ওয়ানের এই পরীক্ষায় ভিন্ন ইন্সট্রুমেন্ট ও কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। অন্য যেকোন টেস্টের তুলনায় বিলিয়ন টু ওয়ানের টেস্ট নিখুঁত হবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। সামান্য প্রশিক্ষণ থাকলেই যেকোন ল্যাবে এই টেস্ট করা যাবে।
বিডি-প্রতিদিন/শফিক