করোনাভাইরাসের সংক্রমণ রোধে শরীয়তপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে সন্ধ্যা ৬টা থেকে এ ঘোষণা কার্যকর হবে বলে জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সিভিল সার্জন কার্যালয়ের সুপারিশে করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলায় শরীয়তপুর জেলাকে লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই লকডাউন বলবৎ থাকবে। এই সময়ে জেলার প্রতিটি সীমানা দিয়ে প্রবেশ ও প্রস্থান বন্ধ থাকবে। এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। শুধুমাত্র জরুরি সেবার ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। কেউ যদি এ নির্দেশ অমান্য করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন