ভাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ১৮ বছর বয়সী এক কিশোর মারা গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের একটি গ্রামে নিজ বাড়িতে মারা যায় ওই তরুণ।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মহসিন উদ্দিন জানান, ওই তরুণ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। গত ১০ দিন আগে ঢাকা থেকে ভাঙ্গায় নিজ বাড়িতে আসেন। গত তিনদিন ধরে সে জ্বর, গলা ব্যথা ও কাঁশিতে ভুুগছিলেন। মঙ্গলবার রাতে তার শ্বাসকষ্ট দেখা দেয়। এক পর্যায়ে রক্ত বমি হতে থাকে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মারা যান তিনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) মো. রকিবুল ইসলাম জানান, সংবাদ পেয়ে বুধবার সকালে ৭ সদস্য বিশিষ্ট মেডিক্যাল টিম পাঠিয়েছি, তারা নমুনা সংগ্রহ করেছে, ঐ বাড়িটি লগডাউন করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল