আজ বুধবার দিবাগত রাত ১০টা থেকে রংপুর মহানগরীসহ পুরো জেলায় অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। করোনাভাইসার সংক্রমণ প্রতিরোধে এই লকডাউন ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান ।
তিনি জানান, রংপুরের আশপাশের জেলাগুলোতে ব্যাপকভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লকডাউন ঘোষণা করা হয়েছে। ফলে রাত ১০টার পর থেকে রংপুর মহানগরসহ জেলার বাইরে কাউকে যেতে দেয়া হবে না এবং বিশেষ কারণ ছাড়া বাইরে থেকে কাউকে আসতেও দেয়া হবে না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/শফিক