গোপালগঞ্জে নতুন করে আরও ৭ পুলিশ সদস্যসহ ৮ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মুকসুদপুর থানার ১০ পুলিশ সদস্যসহ ১৭ জনের শরীরে মিলেছে করোনার অস্তিত্ব।
জেলার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ পর্যন্ত গোপালগঞ্জ জেলা থেকে ২২০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৬৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে ১৭ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। বাকীদের রিপোর্ট এখনো পাওয়া যায়নি বলে সিভিল সার্জন জানান।
এদিকে, করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত জেলায় তিন নারীর মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন