চাঁদপুর শহরে একই পরিবারের ৩জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসে আক্রান্তরা হলেন ওই পরিবারের স্বামী-স্ত্রী-কন্যা।
চাঁদপুরের সিভিল সার্জন মোঃ শাখাওয়াত উল্যাহ জানান, এদের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। অর্থাৎ তারা করোনায় আক্রান্ত। তাদের বাসা চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড সংলগ্ন আউটার স্টেডিয়াম এলাকায়। তাদের বাড়িটি স্থানীয় প্রশাসন লকডাউন করে গেইটে লাল পতাকা টানিয়ে দিয়েছে।
তিনি আরও জানান, চাঁদপুরে করোনার সংক্রমণের পর একই পরিবারের একাধিক সদস্যের এটাই প্রথম করোনা সনাক্ত হওয়ার ঘটনা।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ