সুনামগঞ্জে একদিনে সর্বোচ্চ চারজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের বিশেষায়িত ল্যাবে।
গতকাল বুধবার (২২ এপ্রিল) সিলেট বিভাগের ১৮৮ জনের নমুনার পরীক্ষা করা হলে ১৩ জনের ফলাফল পজেটিভ আসে। এদের মধ্যে চারজনের বাড়ি সুনামগঞ্জ জেলায়।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আক্রান্ত চার জনের বাড়ি দিরাই, দক্ষিণ সুনামগঞ্জ, ছাতক ও জগন্নাথপুর উপজেলায়। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।
তিনি আরো জানান, এ পর্যন্ত সুনামগঞ্জে ৪৫২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
উল্লেখ্য, ইতোপূর্বে সুনামগঞ্জ জেলায় দুই নারীর শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়। এছাড়া ঢাকা থেকে পালিয়ে আসা অপর এক করোনা আক্রান্ত ব্যক্তিকে সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ