সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক ব্যক্তি মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার বিকেলে সর্দি, জ্বর ও কাশি নিয়ে আবদুল জব্বার (৪৫) নামের ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রাত সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। আবদুল জব্বার মৌলভীবাজার জেলার বড়লেখার বাসিন্দা।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, মারা যাওয়া ওই ব্যক্তি করোনাভাইরাস সংক্রমিত ছিলেন কি-না তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল