করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া মোসলেম উদ্দিন করোনায় আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার রাতে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনের কাছে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করে বলেন, মোসলেম উদ্দীন বিশ্বাস নারায়নগঞ্জ জেলার শ্রমিক হিসাবে কাজ করতেন। ২১ এপ্রিল (মঙ্গলবার) স্বর্দি, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে রাজবাড়ীতে প্রেরণ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার ১১টায় রাজবাড়ী সদর হাসাপালে তার নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার ঢাকা থেকে আসা প্রতিবেদন থেকে জানা যায় মৃত মোসলেম উদ্দীন বিশ্বাস করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম বলেন, মৃত মোসলেম উদ্দীন বিশ্বাস নারায়নগঞ্জের অস্থায়ীভাবে বসবাস করতেন। তার গ্রামের বাড়ী বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে। শুক্রবার রাতে সিভিল সার্জন জানিয়েছেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। যেহেতু তিনি করোনা উপসর্গ নিয়ে মারা যাবার কারণে আমরা অল্প কয়েকজন মিলে দাফনের অনুমতি দেই। তার দাফনে যারা অংশগ্রহণ করেছিলেন সবাইকে হোম কোরায়েন্টাইনে রাখার ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল