বিশ্বব্যাপী মহামারি রূপ নিয়েছে করোনাভাইরাস। এর বিষাক্ত ছোবলে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল। ভারতেও প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে এমন পরিস্থিতির মাঝেও কিছুটা আশার আলো দেখাল প্লাজমা চিকিৎসায় ‘আশাব্যাঞ্জক’ ফল।
শুক্রবার ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, এখনও পর্যন্ত চার জন আক্রান্তের উপর এই চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয়েছে এবং ফলাফল অত্যন্ত আশাব্যাঞ্জক।
প্লাজমা থেরাপি নিয়ে এ দিন আশাপ্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ও। এ দিনের সাংবাদ সম্মেলনে মন্ত্রণায়ের পক্ষ থেকে উৎসাহ দেওয়া হয় আরও বেশি করে এই পদ্ধতি প্রয়োগ করার।
ভারতের কয়েকটি রাজ্যে প্লাজমা থেরাপিতে করোনা আক্রান্তদের চিকিৎসা শুরু হয়েছে। মধ্যপ্রদেশ সরকার জানিয়েছে, খুব তাড়াতাড়িই তারা এই চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করতে চলেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ