প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। বিষাক্ত এই ভাইরাসের ছোবলে দেশটিতে প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আমেরিকার এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৩ হাজার ৩৩২ জন। প্রতি মিনিটে গড়ে সেখানে মারা গেছে প্রায় তিনজন!
এতে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৬০৭ জন। আক্রান্তের সংখ্যা ৯ লাখ ১২ হাজার ছাড়িয়েছে। দেশটিতে করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে সেরে উঠেছে ৯২ হাজার ২৬৬ জন। চিকিৎসাধীন রয়েছে ৭ লাখ ৬৮ হাজার ৯৬৫ জন। তাদের মধ্যে ১৪ হাজার ৯৩২ জনের অবস্থা আশঙ্কাজনক।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যেই মারা গেছে ২১ হাজার ২৮৩ জন। নিউজার্সিতে ৫ হাজার ৬১৭ জন। মিশিগানে প্রাণ হারিয়েছে ৩ হাজার ৮৫ জন। ম্যাসাচুসেটসে ২ হাজার ৩৬০ জন। এছাড়া বাকি ৪৬টি অঙ্গরাজ্যেই বাড়ছে মৃত্যুর মিছিল।
মহামারী করোনাভাইরাসে বিশ্বের ২১০টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলের ২৮ লাখ ১৩ হাজার ৫৩৮ জন আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪১২ জন। করোনার কবল থেকে সেরে উঠেছে ৭ লাখ ৭৮ হাজার ৪২৭ জন। তথ্যসূত্র: আলজাজিরা ও জন হপকিন্স বিশ্ববিদ্যালয়
বিডি প্রতিদিন/কালাম