করোনা উপসর্গ নিয়ে ভোলা সদর হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোররাতে তিনি মারা যান। তবে ওই বৃদ্ধ করোনা আক্রান্ত হয়েছিলেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
হাসপাতাল কর্তৃপক্ষ জনায়, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জ্বর সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে ইউনুস হাওলাদার (৭০) নামের ওই বৃদ্ধ ভোলা সদর হাসপাতালে আসেন। তাৎক্ষণিক তাকে করোনা ইউনিটের আইসোলেশনে নেয়া হয়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি না তা নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। তবে শনিবার সকাল ১০ টা পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি।
বৃদ্ধের বাড়ি দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে। তিনি রূপালি ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপল অফিসার ছিলেন।
ভোলা সিভিল সার্জন অফিস সুত্র জানায়, গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) পর্যন্ত জেলায় মোট ২৫৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ২২৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদের ২২৪ জনের রিপোর্ট নেগেটিভ এবং ২ জনের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে।
এদিকে, শুক্রবার লক্ষ্মীপুর থেকে নদী পথে ভোলার ইলিশা ঘেটে আসা ৫৪ জনকে স্থানীয় একটি মাদ্রাসায় কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ