করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৯ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পরিকল্পনামন্ত্রী আসাদ উমর এ তথ্য দিয়েছেন।
সব প্রাদেশিক সরকারের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বললেন উমর।
ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারে (এনসিওসি) এক সভায় কেন্দ্র ও প্রদেশের সরকারের সঙ্গে আলোচনা শেষে মিডিয়া ব্রিফিংয়ে উমর বলেছেন, ‘আমরা করোনার বিধিনিষেধ কিংবা লকডাউন আরো ১৫ দিন ৯ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ