ঝিনাইদহে এই প্রথম ২জন করোনাভাইরাসের রোগী সনাক্ত শনাক্ত হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে সিভিল সার্জন ডা. সেলিনা বেগম খবরটি নিশ্চিত করেছেন।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৯টি নমুনার ফলাফল পাঠানো হয়েছে। এর মধ্যে ২ জন করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে একজন সদর উপজেলার এবং অপর আক্রান্ত কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। দুই জনই সম্প্রতি ঢাকা থেকে ফিরেছিলেন।
এদিকে জেলায় করোনা রোগী শনাক্ত হলেও সরকারি বিধি নিষেধ না মেনে নিয়ন্ত্রণহীন অবস্থায় চলছে ছোট যানবাহনগুলো। ৭/৮ জন যাত্রী নিয়ে চলাচল করছে ইজি বাইক, রিক্সা-মটর সাইকেলেও একাধিক যাত্রী চলাচল করছে। এগুলো নিয়ন্ত্রণে না থাকা এবং স্বাস্থ্য বিভাগের সুপারিশের পরও জেলা লকডাউন না করায় চরম ক্ষুব্ধ হয়ে উঠেছে সচেতন মহল। প্রশাসন বার বার মানুষকে বোঝানোর চেষ্টা করলেও মানুষ সরকারি বিধি নিষেধ মানছে না।
এ বিষয়ে ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের চিকিৎসক ডা. জাকির হোসেন জানান, ঝিনাইদহের পাগলাকানায়ের আক্রান্ত নারীকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরজন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে তাকে ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগ চিকিৎসা দেওয়া হবে।
তিনি আরও জানান, সারা দেশে যেভাবে করোনা রোগী সনাক্ত হচ্ছ তাতে এভাবে সামাজিক দূরত্ব বজায় না রাখলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই এখনই সকলের উচিত স্বাস্থ্য বিধি মেনে চলা, যথাসম্ভব ঘরে থাকা।
বিডি প্রতিদিন/ফারজানা