করোভাইরাস আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে প্রাণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার হাত বাড়ালো যুক্তরাষ্ট্র। লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর ও এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় ভেন্টিলেটর পাঠাবে তারা। শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটে এ খবর জানা গেছে।
ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘কেবলই কথা হলো আমার বন্ধু ও ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে। ভেন্টিলেটরের কথা জানতে চেয়েছে, আমরা তা পাঠাবো। আমাদের মধ্যে দারুণ সহযোগিতাপূর্ণ সম্পর্ক।’
ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনোর সঙ্গেও কথাবার্তা হয়েছে জানিয়ে ট্রাম্প যোগ করেছেন, ‘তাদের ভেন্টিলেটর খুব প্রয়োজন। সম্প্রতি এগুলো আমাদের দেশে অনেক উৎপাদন হয়েছে এবং অন্যভাবেও তাদের সাহায্য করতে চাই। করোনাভাইরাসের বিরুদ্ধে তারা কঠিন লড়াই করছে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ