করোনাভাইরাসে লকডাউন হয়ে বাংলাদেশে আটকে পড়া ফ্রান্সের নাগরিক, সিজুরধারীদের জন্য ঢাকাস্থ ফরাসি দূতাবাস ঢাকাপ্যারিস বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে।
চলতি সপ্তাহে ২৫০ জনকে যাত্রীবাহী বিমানে করে ফ্রান্সে নিয়ে যাওয়া হবে। কাতার এয়ারলাইন্স থেকে ভাড়া নেওয়া এই বিশেষ ফ্লাইট ঢাকা থেকে দোহা হয়ে প্যারিসের Charles De Gaulle যাবে।
বিমান টিকেট নিজে বহন করতে হবে। টিকেটের দাম পড়বে প্রায় ১৪৭৫ ইউরো। দাম কার্ড দিয়ে পরিশোধ করতে হবে। এই বিশেষ ফ্লাইটে ফ্রান্সে ফিরতে চাইলে ([email protected]) এই ইমেইলে দূতাবাসের সাথে যোগাযোগ করতে হবে।
বিডি প্রতিদিন/ফারজানা