মহামারী কভিড-১৯ করোনাভাইরাসে বাংলাদেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন নারী এবং ৪ জন পুরুষ। মৃত্যুবরণ করা ব্যক্তিদের মধ্যে ঢাকায় ৩ জন মারা গেছেন এবং ঢাকার বাইরে ছয় জন। আজ শনিবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
গত বছরের ডিসেম্বরে চীনে হুবেই প্রদেশের উহান প্রদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে এ ভাইরাস। বিশ্বে এ ভাইরাসে আজ শনিবার পর্যন্ত সংক্রমিত হয়েছে ২৮ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ এবং মৃত্যুর সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৭ হাজার ৭২২ জন।
বিডি প্রতিদিন/ফারজানা