দেশে চলমান করোনা সংকটে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। এই রকম পরিস্থিতিতে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান এগিয়ে আসছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। এবার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ডিপিডিসি)।
আজ শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে ডিপিডিসি পরিবারের পক্ষ থেকে দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ডিপিডিসির এমডি বিকাশ দেওয়ানের পরকিল্পনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আসলে মানুষ মানুষের জন্য। মানুষের পাশে দাঁড়িয়ে সেটা ফলাও করে বলার কিছু নেই। আমি ও আমার প্রতিষ্ঠানের সহকর্মীরা মিলে অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছি মাত্র।
জানা গেছে, ডিপিডিসির উদ্যোগে রাজধানীতে প্রায় ২০০০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়। এতে সমন্বয় করেছেন প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন) জয়ন্ত কুমার শিকদার, প্রধান প্রকৌশলী মর্তুজা কামরুল হাসান, উপ ব্যবস্থাপনা পরিচালক অনিকেত শামীমসহ ডিপিডিসির অন্যান্য কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/শফিক/রণক