কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রাম থেকে করোনাভাইরাস শনাক্ত রোগী ঘরের জানালা ভেঙে পালিয়ে গেছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজমুল আলম।
সূত্রে জানা যায়, শুক্রবার আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্ট অনুযায়ী ওই ব্যক্তি করোনা রোগী হিসেবে শনাক্ত হন। করোনা শনাক্ত হওয়ায় পর মুরাদনগর উপজেলা প্রশাসন শুক্রবার দুপুরে কাজিয়াতল গিয়ে তার ঘরটি আইসোলেশন ঘোষণা করে বাড়িটি লকডাউন করেন। পরে শুক্রবার রাতে কোন এক সময় রোগী ঘরের জানালা ভেঙে পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজমুল আলম জানান, রোগীর শরীরে বাহ্যিক কোন লক্ষণ না থাকায় তাকে বাড়িতে আইসোলেশন নিশ্চিত করে বাড়িটি লকডাউন করে দেই। এই ধরনের রোগী অধিকাংশ ক্ষেত্রে বাড়িতে রেখে চিকিৎসা দিলে ভালো হয়ে যায়। তবে এই রোগী কারো সংস্পর্শে গেলে ওই ব্যক্তি সংক্রমিত হবার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, পালিয়ে যাওয়ার খবর পেয়ে তাকে আটক করার জন্য পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা