বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, করোনাভাইরাস সংকটের এই লকডাউনে কর্মহীন গরিব-দুস্থ মানুষের খাবারের ব্যবস্থা না করে সরকার শুধু নিজেদের দলীয় লোকদের পেট ভরাচ্ছে। সব ত্রাণ যাচ্ছে আওয়ামী লীগ নেতাদের ঘরে। তিনি বলেন, আজকে সৃষ্ট অচলাবস্থায় আমরা দেখছি, সরকার এগিয়ে আসছে না। তারা নানাভাবে চৌর্যবৃত্তি করে দলীয় লোকদের পেট ভরাচ্ছে।
শনিবার সকালে রাজধানীর ধোলাইখাল এলাকায় গরীব মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এসময় ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক কাউসারের উদ্যোগে এই ত্রাণ বিতরণ কার্যক্রমে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সূত্রাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
রিজভী আহমেদ বলেন, আজকে বাংলাদেশে প্রস্তুতি না থাকায় করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনার কারণে সারাদেশে কর্মহীন মানুষ যারা দিন আনে দিন খায়, তারা খাবার খুঁজছেন। তারা খাবারের জন্য ছোটাছুটি করছেন। এই দুঃসময়ে বিএনপির নেতাকর্মীরা পকেটের টাকায় ত্রাণ দিচ্ছে। আর সরকারি দলের মেম্বার-চেয়ারম্যানরা ত্রাণের চাল, ডাল ও তেল চুরি করছে। গরীব মানুষের জন্য সরকার কিছুই করছে না। বরং ত্রাণের হাজার হাজার বস্তা চাল পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের নেতা আর মেম্বার-চেয়ারম্যানের বাড়িতে। এটা কী কোনো জনকল্যাণমূলক সরকারের চরিত্র?
তিনি বলেন, এভাবে দেশ চলতে পারে না। আজকে সব রাজনৈতিক দলগুলোর উচিত- একসঙ্গে কর্মহীন গরীব মানুষের পাশে দাঁড়ানো। সেটা হয়নি। করোনায় ভয় পেলে হবে না। বরং সবাইকে এগিয়ে এসে ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবিলা করতে হবে। বিএনপির এই মুখপাত্র আরও বলেন, তার দলের লোকেরা নিজের পকেটের টাকায় গরিব মানুষকে ত্রাণ দিচ্ছে। এজন্য সরকার বাধা দেয়। মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে। তারা যতই গ্রেফতার করুক- আমরা এই মহামারিতে মানুষের পাশে আছি এবং থাকব। রমজান মাসেও গরীব মানুষের পাশে দাঁড়ানো অব্যাহত থাকবে ইনশা-আল্লাহ।
বিডি-প্রতিদিন/শফিক