কুমিল্লার লাকসামে নতুন করে দুই সহোদর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া তিতাস উপজেলায় কুস্তিগীর রাসেল ভুইয়াসহ দুই জন সুস্থ হয়েছেন।
শনিবার কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা.মো.শাহাদাত হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল আলী জানান, নোয়াখালীর চৌমুহনীতে করোনায় মৃত সহকর্মীর সংস্পর্শ থেকে আসা লাকসামের দুই সহোদরের করোনা শনাক্ত হয়েছে। তাদের বাড়ি লাকসাম পৌরশহরের দক্ষিণ লাকসাম সাহা পাড়া এলাকায়।
তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. রাশেদা আক্তার বলেন, মৌটুপি গ্রামের কুস্তিগীর রাসেল ভুইয়া তৃতীয়বারের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ হয়েছে। একইভাবে বিরামকান্দি গ্রামের চালকল শ্রমিক জালাল উদ্দিন করোনা মুক্ত হয়েছেন।
এ পর্যন্ত জেলা সদরসহ জেলার ১৮টি উপজেলা থেকে মোট ১ হাজার ১৪৯ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ৯৭২ জনের। রিপোর্ট পাওয়াদের মধ্যে পজেটিভ এসেছে ৪৬ জনের।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন