দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৫১৬জন। যার মধ্যে পুরুষ ৩৬২ জন, নারী ১২৭ জন ও শিশু ২৭টি। বর্তমানে ২৪২জন হোম আইসোলেশনে এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ১০জন, হাসপাতালে ভর্তি ১৩জন এবং মারা গেছেন ৮জন। গত ২৪ ঘণ্টায় ১১জন সুস্থসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৪৩জন। এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।
দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ এসব তথ্য জানিয়েছেন। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে হোম কেয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১৬৩ জনকে এবং বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ৪৩৪ জন আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৩১ জন।
বিডি প্রতিদিন/ফারজানা