৮ জুলাই, ২০২০ ১১:৪৪

নাঙ্গলকোটে করোনা আক্রান্ত দুইশ’ ছাড়াল

লাকসাম প্রতিনিধি:

নাঙ্গলকোটে করোনা আক্রান্ত দুইশ’ ছাড়াল

প্রতীকী ছবি

কুমিল্লার নাঙ্গলকোটে করোনা আক্রান্তের সংখ্যা ২০১ জনে দাঁড়িয়েছে। উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১০ মে পর্যন্ত কুমিল্লা জেলায় নাঙ্গলকোট একমাত্র করোনামুক্ত উপজেলা ছিল। ১১ মে দুইজন আক্রান্তের মধ্য দিয়ে এখানে করোনার প্রকোপ শুরু হয়। বাড়তে বাড়তে তা দুইশ’ ছাড়িয়েছে। উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩১৪টি। রিপোর্ট এসেছে ১২৪০টি। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২০১ জন। রিপোর্ট নেগেটিভ ১০৩৮টি। এখনো রিপোর্ট প্রক্রিয়াধীন ৭৪টি। এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩৫ জন। অন্য ৬৬ জনকে হোম আইসলোশানে চিকিৎসা দেয়া হচ্ছে।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুল জানান, নাঙ্গলকোটে উদ্বেগজনক হারে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সতর্কতার বিকল্প নেই। এজন্য তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।  


বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর