৮ জুলাই, ২০২০ ১৩:৩৬

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট ১১৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হলো। আর ৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। 

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, রাজশাহী’র পিসিআর ল্যাব থেকে চাঁপাইনবাবগঞ্জের আসা ৭০ জনের প্রতিবেদনের মধ্যে ১৫ জনের দেহে করোনা পজেটিভ এবং ৫৫ জনের নেগেটিভ প্রতিবেদন আসে। আক্রান্তদের  মধ্যে ৯ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ও ৬ জনের বাড়ি গোমস্তাপুর উপজেলায়। তিনি আরো জানান, আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় বুধবার সকাল থেকে তাদের বাড়িতে হোম কোয়ারেন্টাইনের আইসোলেশনে চিকিৎসা দেয়া শুরু করা হয়েছে। 

উল্লেখ্য, গত রোববার পর্যন্ত মোট নমুনা পাঠানো হয়েছে ৩ হাজার ৫৮০ জনের। এর মধ্যে ফল পাওয়া গেছে ৩ হাজার ৯১ জনের। এর মধ্যে পজিটিভ ১১৬ জনের, আর নেগেটিভ ২ হাজার ৯৭৪ জনের।

বিডি প্রতিদিন/মজুমদার

সর্বশেষ খবর