৮ জুলাই, ২০২০ ১৪:২৩

তরুণদের জন্য কর্মসংস্থান তৈরিতে ২ বিলিয়ন পাউন্ডের প্রকল্প ব্রিটেনের

অনলাইন ডেস্ক

তরুণদের জন্য কর্মসংস্থান তৈরিতে ২ বিলিয়ন পাউন্ডের প্রকল্প ব্রিটেনের

তরুণদের জন্য কর্মসংস্থান তৈরিতে ২ বিলিয়ন পাউন্ডের প্রকল্প গ্রহণ করেছে ব্রিটেন। আজ বুধবার এ বিষয়ে বিস্তারিত জানাবেন দেশটির অর্থমন্ত্রী ঋষি সুনাক। করোনাভাইরাস মহামারীর পর ব্রিটিশ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে নানা পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। এ প্রকল্প তারই একটি অংশ।

দীর্ঘস্থায়ী বেকারত্বের ঝুঁকিতে আছেন এমন ২৫ বছরের কম বয়সী প্রায় সাড়ে ৩ লাখ তরুণ সরকারের এ প্রকল্প থেকে সুবিধা পাবেন। দেশটির বিরোধী দল লেবার পার্টিও এ প্রকল্পকে স্বাগত জানিয়েছে। 

বাড়িঘর ও সরকারি ভবন পরিবেশবান্ধব করে নির্মাণের জন্য ৩ বিলিয়ন পাউন্ডের আরও একটি প্রকল্প গ্রহণ করেছে ব্রিটিশ সরকার। 

সূত্র: গার্ডিয়ান 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর