দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্সসহ ১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮০৮ জন।
গত ২৪ ঘন্টায় ১৬ জন সুস্থসহ জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৪৬ জন। এর মধ্যে পুরুষ ৫৯১ জন, নারী ১৮৬ জন ও শিশু ৩১জন রয়েছে।
এ তথ্য নিশ্চিত করে দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, আক্রান্ত রোগীর মধ্যে দিনাজপুর সদরে ১১ জন, নবাবগঞ্জে পাঁচজন, পার্বতীপুরে দুইজন, বীরগঞ্জে একজন করোনায় শনাক্ত হয়েছে। বর্তমানে হোম আইসোলেশনে ৩২৬জন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ৭ জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪ জন। এ পর্যন্ত জেলায় মৃত্যুবরন করেন ১৫ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে দিনাজপুর জেলায় ৯৪ জন হোম কোয়ারেন্টাইন গ্রহন করেছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা মোট ১৩৬৯৩ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার