ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৫১ জনে।
শুক্রবার সন্ধ্যায় সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর পৌরসভার ঘোষ পাড়ায় মা ও মেয়ে, শাহ পাড়ায় একজন, চিলারংয়ের মোলানীতে একজন ও ২ জন বিজিবি সদস্য।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন আরও ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন