চাঁদপুরে পুলিশসহ ২৫ জনের করোনা পজিটিভ হয়েছে। নতুন ২৫ জনসহ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৬৬ জন। এপর্যন্ত আক্রান্তের পর সুস্থ হয়েছেন ৭৫৩ জন। মৃত্যুবরণ করেছেন ৬৬ জন। উপসর্গ নিয়ে মৃত্যু অব্যাহত রয়েছে।
বুধবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রিপোর্ট এসেছে ৭৬টি। তন্মধ্যে পজিটিভ ২৫টি এবং নেগেটিভ ৫১টি।
আক্রান্ত ২৫জনের মধ্যে চাঁদপুর সদরে ১৩ জন (৪ পুলিশ সদস্য), মতলব উত্তরে ১ জন (থানার ওসি), মতলব দক্ষিণে ৪ জন, হাজীগঞ্জে ১জন ও শাহরাস্তিতে ৬ জন।
সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ জানান, আজকে পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৩৬৬ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৫২৩, ফরিদগঞ্জে ১৬৬, হাজীগঞ্জে ১৩৪, কচুয়ায় ৫৪, শাহরাস্তিতে ১৪১, মতলব উত্তরে ৮৭, মতলব দক্ষিণে ১৬১ ও হাইমচরে ১০০ জন।
জেলায় মৃত্যুর সংখ্যা ৬৬ জন। এর মধ্যে চাঁদপুর সদরের ১৯, ফরিদগঞ্জে ৯, হাজীগঞ্জে ১৬, শাহরাস্তিতে ৫, কচুয়ায় ৫, মতলব উত্তরে ৮, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার