১৭ আগস্ট, ২০২০ ১৭:৩১

দিনাজপুরে আরও ২৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে আরও ২৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দিনাজপুর সদরের আব্দুল জলিল নামে একজন বীর মুক্তিযোদ্ধা এবং কাহারোলে মনসুর আলী নামে আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ৪৮ জন।

এদিকে, একই সময়ে নতুন আরও ২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৪ জন।

দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ আজ সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, করোনায় মৃত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জলিল (৭০) দিনাজপুর শহরের ৮নং উপশহরের মৃত শেরাফত হোসাইনের ছেলে এবং তিনি একজন (অব.) সেনা সদস্য। অপরদিকে মনসুর আলী (৭৫) কাহারোলের সুন্দনপুর ইউপির পয়েশগ্রামের অজিবুল্লার ছেলে। 

তিনি আরও জানান, রবিবার রাতে পাওয়া তথ্যে জেলায় নতুন আক্রান্ত ২৭ জনের মধ্যে দিনাজপুর সদরে ২৫ জন, বিরলে একজন ও বীরগঞ্জ উপজেলায় একজন করোনায় আক্রান্ত হয়েছেন। 

প্রসঙ্গত, জেলায় এ পর্যন্ত ২ হাজার ৪৮৪ জন করোনা আক্রান্তের মধ্যে ১ হাজার ৮০১ জন সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ৪৮ জন।

বিডি প্রতিদিন/আবু জাফর

সর্বশেষ খবর