১৯ সেপ্টেম্বর, ২০২০ ০৮:৫৯

করোনাভাইরাস: ফ্রান্সে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস: ফ্রান্সে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড

করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ১৩ হাজার ২১৫ জনের করোনাভাইরাস পজিটিভ হয়েছে। 

দেশটিতে দৈনিক আক্রান্তের এটি নতুন রেকর্ড বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। এনিয়ে এক সপ্তাহে দ্বিতীয়বার ১০ হাজারের বেশি রোগী শনাক্ত হলো ফ্রান্সে। 

করোনায় ফ্রান্সে মৃত্যু বেড়ে দাঁড়ালো ৩১ হাজার ২৪৯ জন। তিন মাসের মধ্যে এটাই একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।

সংক্রমণ প্রতিদিন বাড়তে থাকায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল ও শহরে করোনার বিধিনিষেধ কঠোর করা হয়েছে। নাইস শহরে কোনও জনসমাগম ১০ জনের বেশি হবে না। বন্ধ করে দেওয়া হয়েছে পানশালা। একই পদক্ষেপ নেওয়া হয়েছে মার্সেই ও বোর্দোয়াতে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর