২৯ সেপ্টেম্বর, ২০২০ ১১:৫৬

ভারতে থামছেই করোনার তাণ্ডব, আক্রান্ত ছাড়াল ৬১ লাখ

অনলাইন ডেস্ক

ভারতে থামছেই করোনার তাণ্ডব, আক্রান্ত ছাড়াল ৬১ লাখ

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারতে থামছেই না প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় ভারতে ৭০ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে সরকারি হিসেবে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬১ লাখ।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার সকালে বিবৃতিতে জানিয়েছে, ২৪ ঘণ্টায় ১১ লাখ ৪২ হাজার নমুনার মধ্যে ৭০ হাজার ৫৮৯ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তের এই সংখ্যা সেপ্টেম্বর মাসের মধ্যে সর্বনিম্ন। মোট আক্রান্তের সংখ্যা এখন ৬১ লাখ ৪৫ হাজার ২৯২ জন।

আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন ৫১ লাখ ১ হাজার ৩৯৮ জন করোনারোগী। বর্তমানে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৯ লাখ ৪৭ হাজার ৫৭৬ জন।

গত একদিনে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৭৭৬ জনের। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৩১৮ জন।

করোনা আক্রান্তের বৈশ্বিক তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়; আর বৈশ্বিক মৃত্যুর তালিকায় অবস্থান তৃতীয়।

এদিকে, ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে, বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৫২ হাজার। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৬ হাজার।

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর