ইউরোপজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। শীতের মৌসুম শুরু হলে যে আশঙ্কা করা হয়েছিল তেমনটাই ঘটছে প্রতিদিন। করোনায় আতঙ্কগ্রস্ত করে তুলেছে ফ্রান্সকে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরও ৮৫৪ জনের মৃত্যু হয়েছে। যা গত ১৫ এপ্রিলের পর দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
মঙ্গলবার ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বর্তমানে করোনায় ফ্রান্সে গড়ে ১ মিনিট ৪১ সেকেন্ড পর পর একজনের মৃত্যু হচ্ছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুবরণ করেছেন ৩৮,২৮৯ জন। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬,৩৩০ জন করোনা রোগী শনাক্ত করেছে। এ নিয়ে ফ্রান্সে মোট আক্রান্ত ছাড়ালো ১৫,০২,৭৬৩ । তারমধ্যে বর্তমানে ৩,৮৬৯ জন রোগী ইনটেন্সিভ কেয়ার ইউনিটে আছেন। যা গত মাসের চেয়ে তিনগুণ বেশি। গত ৩ অক্টোবরে ১,২৮৯ জন করোনা রোগী ছিলেন আইসিউতে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন