রাশিয়ায় একদিনে ১৯ হাজার ৭৬৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। রাশিয়ায় এক দিনে করোনা শনাক্তের এটাই সবচেয়ে বড় রেকর্ড।
রাশিয়ার করোনাভাইরাস সাড়াদান কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার সরকারি হিসেবে আজ বুধবার পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ৯৩ হাজার ৪৫৪ জনের। এর মধ্যে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৯ হাজার ২১৭ জনের।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা