করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে করোনার দ্বিতীয় দফা ঢেউ সামাল দিতে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে গ্রিস। বৃহস্পতিবার তিন সপ্তাহের জন্য এই লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী কাইরিয়াকোস মিতসোতাকিস বলেছেন, ‘দেরি করার চেয়ে শিগগিরই কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়টি আমি বেছে নিয়েছি।’
দেশজুড়ে নতুন করে এই লকডাউন শনিবার থেকে কার্যকর হবে। এসময়ে সুপারমার্কেট ও ফার্মেসি ছাড়া খুচরা ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। বাড়ি থেকে কেউ বের হতে চাইলের সরকার নির্ধারিত সময়ে বের হওয়া যাবে। প্রাথমিক স্কুলগুলো এই সময়ে খোলা থাকবে কিন্তু হাইস্কুলগুলো বন্ধ থাকবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ