হোয়াইট হাউজের চিফ অব স্টাফ মার্ক মিডোসের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ শনিবার সকালে এ খবর প্রকাশ করেছে ব্লুমবার্গ।
নির্বাচনের পরে হোয়াইট হাউজে নিজের ঘনিষ্ঠদের মিডোস জানিয়েছেন, তার করোনা হয়েছে।
কিন্তু এটা স্পষ্টভাবে জানা যায়নি কখন মিডোস প্রথম করোনা পজিটিভ হয়েছিলেন কিংবা তার কোনো উপসর্গ আছে কী না।
এ বিষয়ে হোয়াইট হাউজ কিংবা মিডোস কোনো মন্তব্য করেননি।
নির্বাচনের আগে রবিবার ও সোমবার মিডোস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্রমণ করেছিলেন। তিনি মঙ্গলবার রাতে আয়োজিত হোয়াইট হাউজের নির্বাচনী পার্টিতেও ছিলেন। পার্টিতে প্রেসিডেন্ট পরিবারের সংস্পর্শে এসেছিলেন মিডোস।
বিডি প্রতিদিন/ফারজানা