ইউনিসেফ জানিয়েছে বিশ্ব করোনা আক্রান্তদের প্রতি ৯ জনের একজন শিশু।
প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রামিত শিশুদের মধ্যে করোনার লক্ষণগুলো হালকা উপস্থিতি থাকলেও সংক্রমণের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং এর প্রভাব পড়ছে। শিশু এবং তরুণদের পুরো প্রজন্মের শিক্ষা, পুষ্টি এবং সুস্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী এসব প্রভাব জীবন-পরিবর্তনকারী হতে পারে।
ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলেছেন, 'কোভিড-১৯ মহামারির এই পুরো সময়জুড়ে অব্যাহতভাবে একটি ধারণা চলে আসছে যে, এই রোগে শিশুদের তেমন ক্ষতি হয় না। তবে এটা মোটেও সত্য নয়। শিশুরা অসুস্থ হয়ে পড়তে ও এই রোগের বিস্তার ঘটাতে পারে, আর এটি মহামারিজনিত সমস্যার একটি ছোট অংশ। গুরুত্বপূর্ণ সেবা প্রাপ্তিতে বিঘ্ন এবং দারিদ্র্যের হার বৃদ্ধি শিশুদের ক্ষেত্রে এর চেয়েও বড় হুমকি হয়ে দেখা দিয়েছে। এই সংকট যত দীর্ঘ হবে, শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং সামগ্রিক কল্যাণের ওপর এর প্রভাব তত গভীর হবে। পুরো একটি প্রজন্মের ভবিষ্যত ঝুঁকির মধ্যে রয়েছে।'
৩ নভেম্বর পর্যন্ত ৮৭টি দেশের বয়স-ভিত্তিক তথ্য অনুযায়ী, কোভিড-১৯ এ সংক্রমিত প্রতি ৯ জনের মধ্যে ১ জন ২০ বছরের কম বয়সী শিশু ও কিশোর-কিশোরী, যা এই দেশগুলোতে মোট আক্রান্ত ২ কোটি ৫৭ লাখ মানুষের ১১ শতাংশ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন