শিরোনাম
২৬ নভেম্বর, ২০২০ ১১:৩০

ইইউর ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

ইইউর ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

করোনার তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে। এমন পরিস্থিতির মাঝেই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাস করা এবং ভ্রমণ করা নাগরিকদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসের বিস্তার রোধ করতে এসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে কবে থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

যুক্তরাষ্ট্র ও বিভিন্ন বিমান সংস্থার পাঁচ জন কর্মকর্তা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি জানিয়েছেন। তারা জানান, ব্রাজিল, ব্রিটেন, আয়ারল্যান্ডসহ আরো ২৬টি ইইউভুক্ত দেশে অবস্থান করা নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে।

তবে চীন ও ইরানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। হোয়াইট হাউজের করোনাভাইরাস টাস্কফোর্স, জনস্বাস্থ্য এবং বিভিন্ন ফেডারেল এজেন্সি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে মত দিয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। ফলে কবে থেকে সেটি কার্যকর হবে, তা জানা যায়নি।

সূত্র: রয়টার্স 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর