২৪ জানুয়ারি, ২০২১ ১২:৩৬

করোনার টিকার পর্যাপ্ত সরবরাহ না থাকায় ক্ষিপ্ত ইইউ

অনলাইন ডেস্ক

করোনার টিকার পর্যাপ্ত সরবরাহ না থাকায় ক্ষিপ্ত ইইউ

ফাইজারের করোনার টিকার পর্যাপ্ত সরবরাহ না থাকায় শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসের সবচেয়ে বড় টিকাদান কেন্দ্র বন্ধ রাখা হয়। চলতি সপ্তাহে করোনার দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম বন্ধ রাখতে হয় জার্মানিসহ ইউরোপের কিছু অংশে। এতে ক্ষোভ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। 

এ পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে করোনা টিকার দ্বিতীয় চালান সরবরাহে সংশয় প্রকাশ করেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা। উৎপাদনে সমস্যা দেখা দেয়ায় শুক্রবার তারা জানায়, প্রত্যাশা অনুযায়ী টিকা দিতে পারবে না তারা। এপ্রিলের মধ্যে ইইউভুক্ত দেশগুলোতে ৮ কোটি টিকা সরবরাহ করার কথা থাকলেও ধারনা করা হচ্ছে ভ্যাকসিন সরবরাহ ৬০ শতাংশ কম হতে পারে।

এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে ইইউ স্বাস্থ্য কমিশন। একে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী। ভ্যাকসিন সরবরাহ ঠিকমতো না হওয়ায় আইনি পদক্ষেপের কথা ভাবছে ইতালি ও পোল্যান্ড। 

 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর