৬৫ বছরের বেশি বয়সীদের অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা না দেওয়ার পরামর্শ দিয়েছে জার্মান সরকার। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক খসড়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
৬৫ বছরের বেশি বয়সীদের ওপর অ্যাস্ট্রাজেনেকার কার্যকারিতা সম্পর্কিত যথেষ্ট তথ্য না থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির ভ্যাকসিন কমিটি। কমিটি কেবল ১৮ থেকে ৬৪ বছর বয়সীদের টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে।
তবে তাদের এই সিদ্ধান্তের অর্থ এটা নয় যে, ৬৫ বছরের বেশি বয়সীদের ওপর এ টিকা কার্যকর নয়। তারা কেবল এটা বলেছেন যে, এত বয়সীদের ব্যাপারে পর্যাপ্ত তথ্য নেই। তাই তাদের এই সিদ্ধান্তের আইনি কোনো বাধ্যবাধকতা নেই। কেউ চাইলে এত বয়সেও টিকাটি নিতে পারবে। যদিও দেশটির ভ্যাকসিন গাইডলাইনের নীতিতে ওই বিষয়টি যুক্ত করা হচ্ছে।
তবে ভ্যাকসিনটির নির্মাতারা বলছেন, ‘অ্যাস্ট্রাজেনেকার টিকার ক্লিনিকাল ট্রায়ালের নতুন বিশ্লেষণে ৬৫ বছরের বেশি বয়সীদের দেহে টিকার কার্যক্ষমতার প্রমাণ মিলেছে। আমরা শিগগিরই ইএমএর কাছ থেকে টিকার বিষয়ে রেগুলেটরি সিদ্ধান্ত পাওয়ার অপেক্ষায় আছি।
সূত্র: ব্লুমবার্গ
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ